
বর্তমান যুগ টেকনলজির যুগ। নেতিবাচক দিক এক পাশে সরিয়ে ইতিবাচক দিকের দিকে তাঁকালে আমরা এই টেকনোলজি হতে এত সাহায্য পাই যা গুণে শেষ করা যাবেনা। বিশ্বের যে প্রান্তেই আপ ই যান না কেন টেকনলজি, ইন্টারনেট, যোগাযোগের কোনো গ্যাজেট থাকলে আপনি সহজেই সেখানে জীবনযাপন করতে পারবেন। তেমনিভাবে তুরস্কে যদি আপনি বসবাস করতে চান, আপনার বসবাসের সুবিধা করে দিতে প্লেস্টোরে পাবেন অনেক ধরনের অ্যাপ। দৈনন্দিন জীবনে কাজে লাগে এরকম ৮ টি টার্কিশ অ্যাপ যা তুরস্কে বসবাসরত অবস্থায় আপনাকে সাহায্য করবে তাই নিয়ে আজ কথা বলব।
১. AccuWeather: Weather alerts and live forecast rader
এটি একটি ওয়েদার অ্যাপ অর্থাৎ আবহাওয়া সম্পর্কে আগাম পূর্বাভাস পাওয়ার অ্যাপ। মূলত তুরস্কের আবহাওয়া সম্পর্কিত। প্রতিদিনের আবহাওয়া থেকে শুরু করে মাসের জলবায়ু এই অ্যাপের মাধ্যমে জানা যায়। তাছাড়া আবহাওয়ার হঠাৎ পরিবর্তন এর লাইভ না তাৎক্ষনিক অ্যালার্ট, রাডার ম্যাপ (গতিপ্রকৃতি ইত্যাদি বিষয়ের ওপর ভিত্তি করে দূরবর্তী কোনো জিনিসের অবস্থান নির্ণয়), ইউভি ইন্ডেক্স (আল্ট্রাভায়োলেট ইন্ডেক্স যা দিয়ে সুর্য্যের অতিবেগুনী রশ্মির তীব্রতার পরিমাপ করা যায়) ইত্যাদির খবর অ্যাপটি দিয়ে থাকে। গুগল প্লেস্টোরে অ্যাপটি পাবেন এবং এটি সম্পূর্ণ ফ্রি।
২. Yemeksepeti- Order food and grocery easily
টাইটেল দেখেই বুঝতে পারছেন এটি ঘরে বসে খাবার অর্ডার করার অ্যাপ। তুরস্কের প্রথম এবং সবচে বড় খাবার অর্ডারের অ্যাপ এটি। ৬৯ টি শহরের ২০ হাজার রেস্টুরেন্টের যেকোনোটি হতে আপনি এই অ্যাপের মাধ্যমে খাবার অর্ডার করতে পারবেন। অর্ডার করার জন্য আপনাকে অ্যাপে শহর বা ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, সেই শহরের রেস্টুরেন্ট সিলেক্ট করতে হবে, পছন্দের মেনু অর্ডার করে বিল পরিশোধ করার যেকোনো মাধ্যম সিলেক্ট করলেই হয়ে যাবে আপনার অর্ডার। অ্যাপটি সবচে বড় অ্যাপই নয় এটি খুব দ্রুত হোম ডেলিভারি দিয়ে থাকে। সাধারণত অর্ডারের ৩০-৪৫ মিনিটের মধ্যে খাবার আপনি হাতে পেয়ে যাবেন। গুগল প্লেস্টোরে অ্যাপটি আছে এবং এটিও ফ্রি ব্যাবহার করতে পারবেন।
৩. İşin Olsun
এটি নিকটস্থ চাকরি খোঁজার অ্যাপ। তুরস্কে চাকরি খোঁজার জন্য এই অ্যাপটি আপনি ব্যাবহার করতে পারেন। প্রতিদিন হাজারো চাকরির খবরাখবর এই অ্যাপে পাওয়া যায় যেখান থেকে ফ্রিতে আপনি আপনার স্কিল অনুযায়ী পছন্দের চাকরি খুঁজে নিতে পারেন। অ্যাপে চাকরি খোঁজার জন্য সিভির প্রয়োজন হবেনা, অ্যাপে শুধুমাত্র ১ মিনিটের রেজিস্ট্রেশনই যথেষ্ট। চাকরির ইন্টারভিউ বা ডাক পাবার জন্য অপেক্ষা না করে সরাসরি কোম্পানিকে ফোন করে চাকরির ব্যাপারে কথা বলা যায় এমনকি ভাল কনফিডেন্স থাকলে চাকরির পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাছাড়া নিজের কোনো প্রতিষ্ঠান থাকলে প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেয়া যায় এবং চাকরি দেয়ার জন্য উপযুক্ত প্রার্থীও খোঁজা যায় এই অ্যাপে। গুগল প্লেস্টোর থেকে ফ্রিতে অ্যাপটি নামাতে এবং ব্যাবহার করতে পারবেন।
৫. Türkiye Bursları App
এটি শিক্ষার্থীদের জন্য একটি অ্যাপ। শিক্ষা সংক্রান্ত স্কলারশিপের সকল খবর অ্যাপে আপডেট বা হালনাগাদ করা থাকে। তাছাড়া যারা স্কলারশিপ ইতিমধ্যে পেয়েছে তারা অ্যাপটিওতে প্রয়োজনীয় ইনফরমেশন বা তথ্যাদি দিয়ে সেই সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর পেতে পারবে। স্কলারশিপ স্ট্যাটাস, পেমেন্ট, ইন্স্যুরেন্স বা বীমা, হাউজিং বা নিবসন সম্পর্কেও বিভিন্ন তথ্য জানতে পারবে। অ্যাপটির মাধ্যমে ব্যাংক ডক্যুমেন্টস ও ডাউনলোড করা যায়।
৬. Sahibinden App
তুরস্কের আবাসন প্রকল্প, গাড়ি অথবা ব্যাবহৃত কিন্তু পুনরায় ব্যাবহার যোগ্য জিনিসের খবরাখবর এই অ্যাপে পাওয়া যায়। অনেক সময় অনেক ব্যাবহারযোগ্য জিনিস ব্যাবহার করা হয়না যা এই অ্যাপের মাধ্যমে মাত্র ৩০ সেকেন্ড সময়ের প্রসেসে অ্যাডভারটাইজ দেয়া যায় যাতে অন্য যার জিনিসটি প্রয়োজন সে সেটি কিনে নিতে পারে এবং এইভাবে অ্যাপতী থেকে আয়ও করা যায়। বিক্রির জন্য জিনিসটির সর্বোচ্চ ১০ টি ছবি দেয়া যায়। ইলেকট্রনিক ডিভাইস, পোশাক, ফ্যাশন, আবাসন, বই, প্রসাধনী, সিনেমা/মিউজিক, খেলাধুলার সামগ্রী, হ্যান্ডক্র্যাফটস বা আর্ট(শিল্প) যাইই বলুন না কেন সব কিছু কেনাবেচা এবং এই সংক্রান্ত খবর এই অ্যাপে সহজেই পেয়ে যাবেন। নিজের অবস্থান বা লোকেশন দিলে জিনিস বিক্রির জন্য কাছের কোনো ক্রেতাকেও পেয়ে যেতে পারেন। ম্যাসেজ সিস্টেমের মাধ্যমে ব্যাক্তিগত ভাবে বেচাকেনা সম্বন্ধে যোগাযোগও করা যায় এই অ্যাপের সাহায্যে। মোট ১২ টি ক্যাটাগরিতে এখানে প্রোডাক্ট আছে। তাছাড়া এখানে আপনার ইনফরমেশন থার্ড পার্টি বা তৃতীয় পক্ষ জানবে না।
৭. Namaz Vakitleri
নাম দেখেই বুঝতে পারছেন নামাজের সময় জানার অ্যাপ এটি। বিভিন্ন কারণে নামাজের সময় জানতে সমস্যা হলে ব্যাবহার করতে পারেন এই অ্যাপটি। শুধু তুরস্কেই না বিশ্বের ২০৪ দেশের প্রায় ৮০০০ শহরের নামাজের শিডিউল বা সময়সূচি জানতে পারবেন এই অ্যাপের মাধ্যমে।
অ্যাপের সেটিংসে গিয়ে নামাজের আগের বা পরের রিমাইন্ডার দিয়ে রাখতে পারবেন আপনার সুবিধা অনুযায়ী। তাছাড়া কোন অথরিটির আজান শুনতে চান তাও বাছাই করতে পারবেন পছন্দমত। নামাজের জন্য যেহেতু সর্বপ্রথম কিবলা দিক জানতে হয় তাই অ্যাপটি আপনাকে যেখানেই থাকুক যেদিকেই ঘুরে থাকুন সঠিক কিবলাদিকের নির্দেশনা দিবে। ধর্মীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দিনের সময়সূচি অ্যাপ থেকে জানতে পারবেন সাথে সাথে হিজরি ক্যালেন্ডারেও চোখ বুলিয়ে নিতে পারবেন। গুগল প্লেস্টোরেই আছে অ্যাপটি যা সম্পুর্ন ফ্রি।
৮. Raf app
এটি একটি বিনোদন অ্যাপ। সারাদিনের ক্লান্তি শেষে মন প্রশান্ত করার কোনো সিনেমা বা বই পেলে ত কথাই নেই। সেরকম সুযোগ করে দিবে আপনাকে এই অ্যাপটি। অনেক সময় পড়া বই বা দেখা সিনেমা পুরোটা শেষ না করতেই কোনো কাজ করার প্রয়োজন হয় তখন আবার পুনরায় সিনেমা বা বই সেই যায়গা থেকে শুরু করার জন্য অ্যাপটির মাধ্যমে মার্ক করে রাখা যায়। অ্যাপটি যারা যারা ব্যাবহার করে তাদের সাথে সিনেমা বা বই শেয়ার করা যায়। অ্যাপটির ম্যাসেজ অপশনের মাধ্যমে বই, সিনেমা নিয়ে মতামতও আদান প্রদান করা যায়। প্রিয় সিনেমা, প্রিয় বইয়ের তালিকা করে রাখা যায়। নিজস্ব কালচারাল ব্যাকগ্রাউন্ড শেয়ার করা যায় এবং অন্যান্য ইউজারদের কালচারাল ব্যাকগ্রাউন্ড সম্পর্কে নানা ধারণা পাওয়া যায়।
৯. PTT cargo
অ্যাপটির মাধ্যমে ফোনে ঘরে বসেই কার্গো এবং কুরিয়ার আইটেমগুলো ট্র্যাক করা যায় অর্থাৎ অবস্থান জানা যায়। সুতরাং কবে নাগাদ পন্য আসবে তাও সঠিকভাবে জানা যায় এই অ্যাপের মাধ্যমে। তাছাড়া ডেলিভারি করার আইটেম বা জিনিসগুলো সুরক্ষিত আছে কিনা বা কোন অবস্থায় আছে তাও অ্যাপটির মাধ্যমে জানা যায়। তাই আইটেম বা জিনিসটি সেন্সিটিভ অথবা নমনীয় হলেও সুরক্ষিত অবস্থায় পাওয়ার সুবিধা নিশ্চিত করা যায়।
পৃথিবীর এগিয়ে যাওয়া তো একেই বলে, যে কোথাও আপনাকে অপরিচিত হওয়ার কারণে চলাফেরায় অসুবিধা হবেনা। ইন্টারনেটের যুগে এখন সবখানেই ইন্টারনেট এভেইলেবল। অন্যান্য দেশের মত তুরস্কেও তাই! সুতরাং তুরস্কে আপনার চলাফেরা থাকা আরো বাধাহীন করতে প্লেস্টোরের ফ্রি অ্যাপগুলোর সুবিধা আপনি নিতেই পারেন।