Bilkent University: A Comprehensive Review

Bilkent University Review

তুরস্কের প্রথম সারির ইউনিভার্সিটিগুলোর মাঝে বিলকেন্ট ইউনিভার্সিটি যেন একটি উজ্জল নক্ষত্র।  টার্কিশ শব্দ ‘bilim kenti’ যার অর্থ ‘city of science’ থেকে ইউনিভার্সিটির নাম বিলকেন্ট ইউনিভার্সিটি করা হয়েছে। বিলকেন্ট একটি নন-প্রোফিট এবং প্রাইভেট বা ব্যাক্তিমালিকানাধীন ইউনিভার্সিটি। মূলত রিসার্চ ইউনিভার্সিটি হিসেবে বিলকেন্ট গণ্য হয় যা তুরস্কের প্রথম সারির রিসার্চ ইউনিভার্সিটিগুলোর মধ্যে একটি। 

এবার একটু ছোট করে বিলকেন্ট ইউনিভার্সিটির ইতিহাস  জেনে নেই। ১৯৮৪ সালে ইউনিভার্সিটি যাত্রা শুরু করলেও এটি স্থাপনের মূল পরিকল্পনা শুরু হয়েছিল ১৯৬৭ সালে। আঙ্কারার পশ্চিমে ইউনিভার্সিটির জন্য যায়গা কেনা দিয়ে শুরু হয়েছিল পরিকল্পনা। ১৯৭০ এর শেষ দিকে   পরপরই অ্যাকাডেমিক স্টাফ, ক্যাফেটেরিয়া, স্টুডেন্ট ডরমেটরিজ এবং অন্যান্য অ্যাকাডেমিক বিল্ডিং নির্মিত হয়। ৩৮৬ জন গ্র‍্যাজুয়েট এবং আন্ডারগ্র‍্যাজুয়েট শিক্ষার্থী নিয়ে ১৯৮৬ সালে ইউনিভার্সিটিটি এর প্রথম ব্যাচ শুরু করে। 

তুরস্কের আঙ্কারায় বিলকেন্ট ইউনিভার্সিটি অবস্থিত। Prof. İhsan Doğramacı কর্তৃক  ১৯৮৪ সালে ইউনিভার্সিটি  স্থাপিত হয় এবং কার্যক্রম শুরু হয়। প্রায় ৫০০ হেক্টর আয়তনের ইউনিভার্সিটির নীতিবাক্য ‘সত্য’ বা ‘Truth’। বর্তমানে প্রায় ১৩ হাজার শিক্ষার্থী ২৯ টি আন্ডারগ্র‍্যাজুয়েট এবং ৫৮ টি গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে পড়াশোনা করছে। প্রায় ৭৩ টি দেশ থেকে আগত শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করছে যাদের মাঝে ৬৪% শিক্ষার্থী বিভিন্ন স্কলারশিপধারী। একটি বিশ্ববিদ্যালয়ের আবাসিক সুবিধার মান প্রমাণ করে বিশ্ববিদ্যালয়টি কত উন্নত। বিলকেন্টের আবাসিক ব্যাবস্থার ডর্মেটরিতে ৪৩৬০ জন শিক্ষার্থী থাকছে যা বেশ মানসম্পন্ন।

অ্যাকাডেমিক বিষয়, ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট 

বিশ্ববিদ্যালয়ে ৩৩ টি বিষয়ের ওপর আন্ডারগ্র‍্যাজুয়েট প্রোগ্রাম আছে। প্রতিটা বিষয়ের লেকচার দেয়া হয় ইংরেজিতে। মোট ৭৬০ জন ফ্যাকাল্টি মেমবার আছেন বিলকেন্ট ইউনিভার্সিটিতে যাদের মাঝে ৩৪ টি দেশ থেকে আগত বিদেশি ফ্যাকাল্টি মেমবাররাও আছেন। 

নিম্নোক্ত ফ্যাকাল্টি সমূহ বিশ্ববিদ্যালয়টিতে পরিচালিত হয়; 

FACULTY OF ART, DESIGN, AND ARCHITECTURE

•Department of Architecture

•Department of Communication and Design

•Department of Fine Arts

•Department of Graphic Design

•Department of Interior Architecture and    Architecturel Design

•Department of Urban Design and Landscape Architecture

FACULTY OF BUSINESS ADMINISTRATION

•Department of Management

FACULTY OF ECONOMICS, ADMINISTRATIVE AND SOCIAL SCIENCES

•Department of Economics

•Department of History

•Department of International Relations

•Global and International Affairs Program

•Department of Political Science and Public Administration

•Department of Psychology

 FACULTY OF EDUCATION

•Department of Computer and Instructional Technology Teacher Education

• M.A. in Management in Education

•M.A. in Curriculum and Instruction

•M.A. in Curriculum and Instruction with Teaching Certificate

•M.A. in Teaching English as a Foreign Language

•Physical Education Unit

FACULTY OF ENGINEERING

• Department of Computer Engineering

• Department of Electrical and Electronics Engineering

•Department of Industrial Engineer 

•Department of Mechanical Engineering

FACULTY OF HUMANITIES AND LETTERS

•Department of American Culture and Literature

•Department of Archaeology

•Department of English Language and  Literature

•Department of Philosophy

•Department of Translation and Interpretation

•Department of Turkish Literature

FACULTY OF LAW

•Faculty of Law

FACULTY OF SCIENCE

•Department of Chemistry

•Department of Mathematics

•Department of Molecular Biology and Genetics

•Department of Physics

FACULTY OF MUSIC AND PERFORMING ARTS

•Department of Music

•Department of Performing Arts

বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং 

তুরস্কের প্রথম সারির বিশ্ববিদ্যালয় যেমন বিলকেন্ট ইউনিভার্সিটি যায়গা করে নিয়েছে তেমনি সারা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়েও বিলকেন্ট ইউনিভার্সিটি যায়গা করে নিতে সক্ষম হয়েছে। ৫০ বছরেরও কম সময়ের ইতিহাসে পৃথিবী সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মাঝে স্থান করে নেয়া বিলকেন্ট ইউনিভার্সিটি মূলত প্রকৌশল বা ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টিগুলোর জন্য প্রসিদ্ধ। এজন্যই টাইম ম্যাগাজিনের জরিপ অনুযায়ী পৃথিবীর সেরা ১০০ টি ইঞ্জিনিয়ারিং এবং টেকনলোজি ইউনিভার্সিটির মধ্যে একটি বিলকেন্ট ইউনিভার্সিটি। তুরস্কের প্রথম বিজনেস স্কুল বিলকেন্ট বিজিনেস স্কুল যা AACSB দ্বারা স্বীকৃত। সারা পৃথিবীর ৫% এরও কম বিজনেস স্কুল AACSB দ্বারা স্বীকৃত। Eduniversal কর্তৃক ইউরেশিয়া রিজিয়নের ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্সের জন্য সেরা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিও বিলকেন্ট বিজনেস স্কুল লাভ করেছে। তাছাড়া  

Economics & Econometrics এর জন্যও বিলকেন্ট ইউনিভার্সিটির বেশ সুনাম আছে। ARWU গ্লোবাল র‍্যাংকিং অনুযায়ী  বর্তমানে বিলকেন্ট ইউনিভার্সিটির অবস্থান ৭০১-৮০০ (২০১৯)। QS WUR By Subject Ranking অনুযায়ী  ২০১-২৫০(২০২১)। QS World University র‍্যাংকিং অনুযায়ী 551-560 (২০২১) 

গবেষণা 

ISI Citation Indexes এর তথ্যমতে শুধু তুরস্কেই নয় বরং সারা বিশ্বে একেক ফ্যাকাল্টি হতে রিসার্চ পেপার বের করার সংখ্যায় প্রথম সারিতে। সব ফ্যাকাল্টি মেমবাররা রিসার্চের কাজে বেশ সচল এবং রিসার্চের জন্য TÜBİTAK (the Scientific and Technological Research Council of Turkey), The European Union, and other public institutions or private companies  কর্তৃক আর্থিক সুবিধাদি পেয়ে থাকেন। 

লাইব্রেরি 

বিলকেন্ট ইউনিভার্সিটির লাইব্রেরিতে রয়েছে বিশাল সংগ্রহের বই। ৩ মিলিয়ন ইউএস ডলারের বার্ষিক অধিগ্রহণ লাইব্রেরি লাভ করে থাকে। ২০১৭ সালের জরিপ মতে তুরস্কের সবচে বড় লাইব্রেরি বিলকেন্ট ইউনিভার্সিটি লাইব্রেরি। এবং তুরস্কের সেরা ১০ টি লাইব্রেরির মাঝে একমাত্র ইউনিভার্সিটি লাইব্রেরি বিলকেন্ট ইউনিভার্সিটি লাইব্রেরি। বই ছাড়াও লাইব্রেরির সংগ্রহে আছে পিরিয়ডিকাল সাবস্ক্রিপশন, মাইক্রোফর্ম, রম-সিডি, নানা প্রকার অনলাইন ডাটা বেজ, ইলেক্ট্রনিক জার্নাল, DVD, VHS এবং অডিও ক্যাসেট। মিউজিক রুমে আছে নানা ধরনের শিট মিউজিক এবং সাউন্ড রেকর্ডিং। লাইব্রেরিতে এছাড়াও আছে ব্যাক্তিগত কিছু সংগ্রহ এবং অবশ্যই একটি এক্সিবিশন রুম বা হল। 

সহশিক্ষা কার্যক্রমঃ 

খেলাধুলা 

বিলকেন্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা খেলাধুলা কার্যক্রমে অংশ নেয় তাদের বেশিরভাগ শিক্ষার্থীকেই বিশ্ববিদ্যালয়ে হতে ফ্রি তে ট্রেনিং দেয়া হয়ে থাকে। ইউনিভার্সিটির একেক খেলার জন্য নিজস্ব দল আছে যারা অন্তঃ এবং আন্তঃ বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। The Bilkent Goats and the Bilkent Judges, the ultimate team and the football team বিলকেন্ট ইউনিভার্সিটির খেলাধুলার দলগুলোর মধ্যে অন্যতম।

স্টুডেন্ট ইউনিয়ন এবং ক্লাব 

বিলকেন্ট স্টুডেন্ট ইউনিয়নের সদস্যরা প্রতি বছর   কিছু বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে থাকেন। Mayfest নামক গ্রীষ্মকালিন ফেস্টিভ্যালে মূলত এই স্টুডেন্ট ইউনিয়নটি স্পনসর এবং অর্গানাইজ করে থাকে। এর বাইরে প্রতিটি ক্লাব সারা বছর জুড়ে বিভিন্ন ফেস্টিভ্যাল অর্গানাইজ করে থাকে। ইউনিভার্সিটির প্রতিটি ক্লাবেই যেকোনো শিক্ষার্থী যুক্ত হতে পারবে। 

অন্যান্য সহশিক্ষা কার্যক্রম

মিউজিক এবং পার্ফমিং আর্টসের নানান ফেস্টিভ্যাল বিলিকেন্ট ইউনিভার্সিটিতে আয়োজিত হয়। নানান আর্ট এক্সিবিশন, আলোচনা সভার স্পনসর করে থাকে ইউনিভার্সিটি। মে মাসের প্রথম সপ্তাহে প্রতি বছর বিশ্ববিদ্যালয়ে Mayfest আয়োজিত হয়ে থাকে। আঙ্কারার তরুণ শিক্ষার্থীদের কাছে Mayfest বেশ জনপ্রিয় একটি ফেস্টিভ্যাল। তুরস্কের পপ, রক ব্যান্ডগুলো সপ্তাহের প্রতিটি দিন জুড়েই নানান সংগীত পরিবেশনা করে থাকে। 

বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশনঃ প্রক্রিয়া এবং শর্ত  

বিলকেন্ট সম্পর্কে তো শুনলেন, এবার যদি আপনি  আন্ডারগ্র‍্যাজুয়েট হয়ে থাকেন তাহলে এখানে উচ্চশিক্ষা নেয়ার ইচ্ছা আপনি পোষণ করতেই পারেন। বিশ্বসেরা বিশ্ববিদ্যালয় বিলকেন্টে পড়াশোনা করতে হলে বেশ কিছু নিয়ম এবং শর্ত আপনাকে মানতে হবে। প্রতিটি ডিপার্টমেন্টে আলাদা আলাদা করে শর্ত এবং নিয়ম থাকে তাই আগে থেকে পছন্দের বিষয় ঠিক করে রাখা এবং সেজন্য প্রস্তুতি নেয়া ভাল। তবে আবেদন করার প্রথমেই আপনাকে শর্ত মানতে হবে। বিশ্ববিদ্যালয়ের শর্তের বাইরে যদি আপনার যোগ্যতা হয় তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তাহলে জেনে নেয়া যাক শর্তগুলিঃ

•তুরস্কের শিক্ষার্থীদের জন্য ALES এর ভাল স্কোর প্রয়োজন। আর আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এক্ষেত্রে প্রয়োজন ভাল GRE স্কোর। তবে আপনি যদি বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের গ্র‍্যাজুয়েট প্রোগ্রামে আবেদন করেন তাহলে আপনি ভাল GMAT স্কোর দিয়েও আবেদন করতে পারেন। 

•যেহেতু বিলকেন্ট ইউনিভার্সিটির পড়াশোনা ইংরেজিতেই হয় তাহলে বুঝতেই পারছেন আপনাকে অবশ্যই ইংরেজি লিখতে এবং পড়তে পারায় পারদর্শী হতে হবে। আবেদনকারী যেসব শিক্ষার্থীর প্রথম ভাষা ইংরেজি নয় তাদের জন্য টেস্ট স্কোর দেখা হবে। সিলেক্টেড শিক্ষার্থীদের তালিকা Graduate school web sites এ প্রকাশ করা হয়। 

•যেহেতু বিলকেন্ট সক্রিয় এবং সেরা শিক্ষার্থীদেরই নিয়ে থাকে তাই তারা তাদের পূর্বের প্রতিষ্ঠান হতে একটি প্রসংশাপত্র চেয়ে থাকে।    

বিলকেন্ট ইউনিভার্সিটির বার্ষিক টিউশন ফি ১৪,৫০০ USD (২০১৯-২০) এটা শুধু আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য। আর তুরস্কের শিক্ষার্থীদের জন্য টিউশন ফি 45.000 TL। 

তবে অনেক মেধাবী শিক্ষার্থীদের পক্ষে বার্ষিক এই টিউশন ফি জমা দেয়ার সামর্থ্য না থাকলে সেসব শিক্ষার্থীদের  বিলকেন্ট আর্থিক সহায়তা দিয়ে থাকে।  বর্তমানে ৯০% গ্র‍্যাজুয়েট শিক্ষার্থী ইউনিভার্সিটি হতে আর্থিক সহায়তায় পেয়ে থাকে। আর্থিক সহায়তা বলতে বোঝানো হয়েছে তাদের টিউশন ফির ওপর ছাড় দেয়া এবং মাসিক উপবৃত্তি। তবে এই পুরো সুবিধাটি নির্ভর করে তাদের কাজে সক্রিয়তা এবং অবশ্যই আর্থিক সহায়তার চুক্তির বাস্তবায়নের ওপরে। যেই এই সুবিধা নেক না কেন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সুবিধাটি শর্ত মেনে লাভ করতে হবে।                    

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যঃ  স্কলারশিপ এবং অন্যান্য 

মাস্টার্সএবং পিএইচডি ডিগ্রি নেয়ার জন্য অনেক শিক্ষার্থীই নিজ দেশ ছেড়ে বিদেশের দেশগুলোতে পা বাড়ানোর ইচ্ছা পোষণ করে। বিলকেন্ট সেসব শিক্ষার্থীদের জন্য কিন্তু বেশ আকর্ষণীয় স্কলারশিপ এবং এ সংক্রান্ত বিভিন্ন সুযোগ সুবিধা রেখেছে। তাই আপনার স্বপ্ন যদি তাইই হয়ে থাকে তাহলে চলুন জেনে আসি বিদেশি শিক্ষার্থীদের জন্য বিলকেন্টের স্কলারশিপ প্রোগ্রামের আদ্যপান্ত! 

প্রথমেই জেনে নেই কোন কোন বিষয়ে আপনি স্কলারশিপের আবেদন করতে পারেন

•Architecture (M.S.)

•Computer Engineering (M.S. and Ph.D)

•Electrical and Electronics Engineering (M.S. and Ph.D)

•Industrial Engineering (M.S. and Ph.D)

•Mechanical Engineering (M.S. and Ph.D)

•Materials Science & Nanotechnology (M.S. and Ph.D)

•Molecular Biology and Genetics (M.S. and Ph.D)

•Neuroscience (M.S. and Ph.D)

•Physics (M.S. and Ph.D)

•Chemistry (M.S. and Ph.D)

•Mathematics (M.S. and Ph.D)

•Telecommunications and Networking ( Non-thesis M.S.)

উপরিউক্ত প্রোগ্রামগুলিতে ৬ টি সেমিস্টারে আপনি মাস্টার্স করতে পারবেন আর এতে সময় লাগবে ৩ বছর। আর যদি আপনি পিএইচডি করতে চান তাহলে সময় লাগবে ৪ বছর (এই দুটি প্রোগ্রামেই স্কলারশিপ পাবার পর আপনার যত সময় লাগবে তা বলা হয়েছে)। 

এবার আসি স্কলারশিপের টাকার ব্যাপারে। পিএইচডি ডিগ্রির শিক্ষার্থীরা যারা স্কলারশিপ আবেদনের জন্য নির্বাচিত হবেন তারা মাসিক উপবৃত্তি বাবদ ৬০০ USD পাবেন। আর গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীরা  স্কলারশিপ  পাবেন ৪৫০ USD উপবৃত্তি বাবদ। তবে শুধু কি উপবৃত্তি! না। উপবৃত্তির সাথে বেশ কিছু মৌলিক সুযোগ সুবিধা বিলকেন্ট ইউনিভার্সিটি স্কলারশিপধারী শিক্ষার্থীদের দিয়ে থাকে। 

পিএইচডির শিক্ষার্থীদের জন্য- 

•টিউশন ফির ওপর ছাড় দেয়া হয় (34.900 TL/year) 

• মাসিক উপবৃত্তি তো আছেই সাথে আবাসন (4.000 TL/month) 

• ব্যাক্তিগত হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবীমা

• একটি ল্যাপটপ কম্পিউটার

• মিল কার্ড 

মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য-

•টিউশন ফির ওপর ছাড় (34.900 TL/year) 

• উপবৃত্তির সাথে আবাসন (3.000 TL/month)

• ব্যাক্তিগত হেলথ ইন্স্যুরেন্স বা স্বাস্থ্যবীমা

• একটি ল্যাপটপ কম্পিউটার

সুযোগ সুবিধা তো জানলেন। তবে এবার আসল কথায় আসি। স্কলারশিপ প্রোগ্রামে আবেদন করার জন্য বিলকেন্ট শিক্ষার্থীদের বেশ কিছু শর্ত দিয়ে থাকে। শর্তগুলো পূরণ করতে পারলেই কেবল আপনি স্কলারশিপ প্রোগ্রামের জন্য আবেদন করতে পারবেন। 

•যেহেতু আপনি জানেন বিলকেন্টে পড়ার প্রথম শর্তই ইংরেজিতে দক্ষ হওয়া তাই তার প্রমাণ স্বরূপ TOEFL, IELTS এর নাম্বার গুলো দেখা হয়। TOEFL IBT তে ন্যুনতম ৮৭ নাম্বার থাকা প্রয়োজন। IELTS এ সবগুলো বিষয়ে আলাদা আলাদা করে ৫.৫ এবং সব মিলিয়ে ন্যুনতম ৬.৫ নাম্বার আপনার থাকতেই হবে। আর এসব যদি না করে থাকেন তবে Bilkent COPE এ ন্যুনতম C গ্রেড পেতে হবে। 

•পৃথিবীর যেকোনো দেশ থেকে বিলকেন্ট ইউনিভার্সিটি মেধাবী শিক্ষার্থী নেয়। সুতরাং যে দেশের নাগরিকই আপনি হোন না কেন বিলকেন্টে পড়ার স্বপ্ন ভিন্ন দেশের নাগরিক হওয়াতে শেষ হয়ে যাবেনা। 

•BSc গ্র‍্যাজুয়েট অথবা MSC শিক্ষার্থীদের আবেদন করার সময় ন্যুনতম ২.৮০/৪.০০ সিজিপিএ ধারী হতে হবে।

•তুরস্কের নাগরিকদের জন্য ALES স্কোর ধরা হয়েছে <55 (quantitative) 

•এছাড়াও GRE general  test score 153 (quantitative) থাকা লাগবে। 

তবে পরীক্ষার নাম্বার দিয়ে শিক্ষার্থীর মেধা বিচার করার বিষয়টি সবসময় সত্য নাও হতে পারে। তাই পরীক্ষার নাম্বার মার্জিনাল বা তত বেশি না হলেও শিক্ষার্থীর উচ্চ মেধা এবং অসাধারণ কোনো পারদর্শীতা থাকলেও বিলকেন্ট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের আবেদন করার জন্য উৎসাহী করে।     

সব শর্ত মেনে এবার যদি আবেদন করতে চান তাহলে-

https://stars.bilkent.edu.tr/gradapp/ এই লিংকে ঢুকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

•পছন্দসই গ্র‍্যাজুয়েট স্কুল নির্বাচন করতে হবে।

•নিম্নোক্ত বিষয়াদি পূরন করতে হবে-

-Proof of degree 

-Official Transcripts

-Statement of purpose – https://scholarshiproar.com/statement-of-purpose-for-scholarship/?amp=1 

-Two letters of recommendation –   https://scholarshiproar.com/scholarship-recommendation-letter/?amp=1 

-Updated Resume-   https://scholarshiproar.com/academic-cv-scholarship/?amp=1

-Research purpose (যদি থেকে থাকে)

-IELTS/TOELF result

-GRE score   

আসলে একটি লেখার মাধ্যমে উঁচুমানের একটি বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি সকল কিছু বর্ণনা সম্ভব নয়। তবুও খানিক প্রচেষ্টায় মূল তথসমূহ তুলে ধরার চেষ্টা ছিল যাতে আপনার স্বপ্ন যদি বিলকেন্ট হয়ে থাকে আপনি একটু হলেও লেখা দ্বারা উপকৃত হতে পারেন। তুরস্কের উচ্চশিক্ষার জ্বলন্ত নক্ষত্র বিলকেন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য তাই  নিশ্চিন্তে আপনি আবেদন করতে পারেন। 

(পাঠকদের জ্ঞাতার্থে: লেখা এখনো সম্পাদনা প্রক্রিয়ার মধ্যে আছে। যেকোনো ধরণের ভুল থাকাটা স্বাভাবিক। সংবেদনশীল পাঠকদের নিজ দায়িত্ব বুঝে নেয়ার একান্ত অনুরোধ রইল)

Related Posts

Leave a comment