
অনেক শিক্ষার্থীই তুরস্কে উচ্চশিক্ষার জন্য সরকারি স্কলারশিপের জন্য চেষ্টা করে থাকে। কিন্তু প্রতিবছর খুব কম সংখ্যক শিক্ষার্থী ‘Undergraduate Programme’ এ চান্স পায়। এক্ষেত্রে অনেকেই ৫০% থেকে ১০০% স্কলারশিপে পড়ার বিকল্প পন্থা খুঁজে থাকেন। লেখাটি তাদের জন্য অনেক উপকারি হবে। পাশাপাশি নিজ খরচে পড়াশোনা নিয়েও অনেক তথ্য উপস্থাপন করার চেষ্টা করবো এই লেখাটিতে।
এক নজরে কচ ইউনিভার্সিটি:
১৯৯৩ সালে কচ ইউনিভার্সিটি একটি অলাভজনক বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসেবে তুরস্কের ইস্তাম্বুল শহরে প্রতিষ্ঠিত হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের সুন্দর ক্যাম্পাসটি ৬২ একর জমি জুড়ে ছড়িয়ে রয়েছে যা একই সাথে সম্পূর্ণ ইস্তাম্বুল শহরে অভিগম্যতা দেয় এবং শহুরে জীবনের যান্ত্রিকতাকে দূরে রেখে ভারসাম্য সৃষ্টি করে। একাডেমিক এবং প্রশাসনিক ৬০টি ভবন নিয়ে তৈরি কচ ইউনিভার্সিটির সুবিবেচনাপূর্ণ নকশা। যার মধ্যে রয়েছে পরীক্ষাগার, গ্রন্থাগার, ছাত্রাবাস, অনুষদের বাসভবন, সামাজিক মিলনস্থল, স্বাস্থ্য কেন্দ্র এবং ক্রীড়া সুযোগ-সুবিধা।
বিশ্ববিদ্যালয়টিতে রয়েছে প্রায় ৭,০০০ শিক্ষার্থী। কচ ইউনিভার্সিটিতে বিদেশী শিক্ষার্থীদের অনুপাত সমস্ত শিক্ষার্থীর ৪%। এই বিশ্ববিদ্যালয়ে প্রায় ৪৩৩ জন শিক্ষক এবং অধ্যাপক নিযুক্ত রয়েছেন। বিভিন্ন বিদেশী বিশেষজ্ঞদের নিয়ে মূলত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক স্টাফ গঠিত। শিক্ষার্থীরা বিভিন্ন ‘Student Exchange’ প্রোগ্রামে অংশ নিতে পারে। বিশ্ববিদ্যালয়টি বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক ছাত্রদের গ্রহণ করে। ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, নর্থ-ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, কর্নেল বিশ্ববিদ্যালয় এবং জর্জটাউন বিশ্ববিদ্যালয় সহ ২৫০ টিরও বেশি পার্টনার-বিশ্ববিদ্যালয়ের একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে কচ ইউনিভার্সিটির। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও সোশ্যাল মিডিয়া প্রোফাইলগুলি আপনাকে শিক্ষার্থী এবং বর্তমান কার্যক্রমগুলি সম্পর্কে আরও তথ্য দিতে পারে:
Official Website, Facebook, Instagram, Linkedin, Twitter, Flickr.
কচ ইউনিভার্সিটি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ ‘Vehbi Koç Foundation’ এর সংস্থানসমূহ দ্বারা সমর্থিত। ২০০৯ সালে, সম্মানিত বিদেশী-নীতিমালা ‘Think Tank’, ‘Carnegie Endowment for International Peace’ সহ ২২টি কার্নেগি সংগঠন সম্মিলিতভাবে কচ পরিবারকে “Carnegie Medal of Philanthropy” প্রদান করে সম্মানিত করেছিল। এটি বিশ্বজুড়ে শ্রেষ্ঠত্বের সর্বাধিক মর্যাদাপূর্ণ স্বীকৃতি হিসেবে সর্বজনীনভাবে স্বীকৃত। মানবপ্রীতির ক্ষেত্রে এই পদকটি নোবেল পুরস্কারের সমতুল্য হিসেবে বিবেচিত।
কচ ইউনিভার্সিটি সাগ্রহে চেষ্টা করে শ্রেষ্ঠত্বের কেন্দ্র হতে৷ বিশ্ববিদ্যালয়টির ছাত্রদের জন্য একটি বিশ্বমানের শিক্ষা প্রদান, অনুষদের গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান তৈরি, অর্জিত জ্ঞানকে সমাজের সুবিধার্থে প্রয়োগ করা এবং তার ছাত্রদের নীতিশাস্ত্র, সামাজিক দায়বদ্ধতা এবং ভাল নাগরিকত্বের সর্বোচ্চ বোধ আনায়নে সহায়তা করে।
কচ ইউনিভার্সিটির নিজস্ব ইউটিউব চ্যানেলের Koç University Aerial Tour, 2019 এই প্রোমোশনাল ভিডিওটি দেখলে ইউনিভার্সিটির ক্যাম্পাস সম্পর্কে একটি সম্যক ধারণা পাবেন।
কচ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি ও ডিপার্টমেন্ট:
প্রতিষ্ঠার পর থেকে পঁচিশ বছরে কচ ইউনিভার্সিটি তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে। সামাজিক বিজ্ঞান ও মানবিক বিভাগ, প্রশাসনিক বিজ্ঞান এবং অর্থনীতি, বিজ্ঞান, প্রকৌশল, আইন, নার্সিং এবং মেডিসিন সহ কচ বিশ্ববিদ্যালয় ২২টি স্নাতক, ২৯টি স্নাতকোত্তর এবং ৩০টি পিএইচডি প্রোগ্রাম সরবরাহ করে।
একাডেমিক ইউনিট সমূহ:
College of Administrative Sciences and Economics (CASE)
College of Sciences (CS)
College of Social Sciences and Humanities (CSSH)
College of Engineering (CE)
Law School
School of Medicine (SOM)
School of Nursing (SON)
Graduate School of Business (GSB)
Graduate School of Sciences & Engineering (GSSE)
Graduate School of Social Sciences & Humanities (GSSSH)
Health Sciences Institute (GSHS)
Collegeof Engineering and Mathemetical Sciences (CEMS)
College of Law (CL)
বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং:
বিশ্ববিদ্যালয়ের র্যাঙ্কিং এ কচ ইউনিভার্সিটি বেশ কিছু বছর ধরেই তুরস্কের শীর্ষ দশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিজেকে স্থান করে নিয়েছে। তুরস্কের সবচেয়ে কনিষ্ঠ বিশ্ববিদ্যালয় হওয়া সত্ত্বেও, কচ ইউনিভার্সিটি আন্তর্জাতিক রেটিংয়ে শীর্ষে রয়েছে। আন্তর্জাতিক রেটিং অনুসারে বিশ্ববিদ্যালয়টি শীর্ষস্থানীয় ৫% এর মধ্যে রয়েছে। [ সূত্র: unipage.net ]
‘Times Higher Education World University Rankings’ অনুযায়ী, ২০১৬ থেকে এ বছর পর্যন্ত টানা ৫ বছর তুরস্কের সেরা উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে র্যাঙ্কিং এ ১ম অবস্থানের স্ট্রিক ধরে রেখেছে কচ ইউনিভার্সিটি। এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং প্রকাশকদের অনুসারে ২০১৯ সালে সমগ্র বিশ্বে কচ ইউনিভার্সিটির কিছু র্যাঙ্কিং:
THE World অনুযায়ী ৪০১-৫০০
USNWR Global অনুযায়ী ৭০৩
QS World অনুযায়ী ৪৪৮
গবেষণা:
কচ ইউনিভার্সিটি তুরস্কের অন্যতম শীর্ষস্থানীয় গবেষণা বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি একটি বিশ্বব্যাপী গবেষণার কেন্দ্র হতে ও বিশ্বব্যাপী বুদ্ধিবৃত্তিক, প্রযুক্তিগত, অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নকে প্রভাবিত করার লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়টির ১৩২টি গবেষণা ল্যাবরেটরি, ২০টি গবেষণা কেন্দ্র এবং ৫টি গবেষণা ও শিক্ষা ফোরাম রয়েছে।
কচ ইউনিভার্সিটি TÜBİTAK (Scientific and Technological Research Council of Turkey) গবেষণা পুরষ্কারের শীর্ষ গ্রহীতা। ERC অনুদানের নিলামে কচ ইউনিভার্সিটি তুরস্কের সর্বাধিক সফল উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান, মার্চ ২০১৮ পর্যন্ত তুরস্কের ১৫টি সক্রিয় প্রকল্পের মধ্যে ৮টিই সমন্বিত করেছে কচ ইউনিভার্সিটি। এছাড়াও “European Commission’s Horizon 2020 Funding Scheme” এ ‘TÜBİTAK’ এর পরে কচ ইউনিভার্সিটি তুরস্কের সেরা পারফর্মিং প্রতিষ্ঠান (শিল্প সংস্থা সহ)। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে “Horizon 2020” প্রকল্পের ১০.২ মিলিয়ন ইউরো হোস্ট করছে। ২০০৪ থেকে ২০১৭ সালের মধ্যে বিশ্ববিদ্যালয়টিকে মোট ৭৬১টি বহিরাগত অর্থায়নের প্রকল্পে ভূষিত করা হয়েছিল যার অর্থমূল্য ৩২০ মিলিয়ন টিএল (US$ ৮৬ মিলিয়ন মার্কিন ডলার)।
লাইব্রেরী সুবিধা:
সভ্যতা ও সংস্কৃতির আদিগন্ত পর্যালোচনা করলে লক্ষ্য করা যায়, মানুষ প্রতিনিয়ত চেষ্টা করছে তার অনুভূতি, ভাবনা-চিন্তা, অভিজ্ঞতা ইত্যাদি ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিপিবদ্ধ করে রাখতে। আর এই লিপিবদ্ধ করে রাখার উদ্দেশ্য হলো যোগাযোগের মাধ্যমে মানুষের সঙ্গে মানুষের, সমাজের সঙ্গে সমাজের, অতীতের সঙ্গে বর্তমানের ও ভবিষ্যতের নিবিড় যোগসূত্র স্থাপন করা। সভ্যতার আদি থেকে আধুনিক যুগ পর্যন্ত হাজার হাজার বছর ধরে কালের প্রবহমান ধারায় মানব সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশের বিচিত্র ও সমৃদ্ধি গতিপথে বহু পরিবর্তন সাধিত হয়েছে। মানুষের পাঠ-চাহিদা মিটানোর জন্য বিচিত্র উপাদান সংগ্রহ, সংগঠন ও সংরক্ষণ, পরীক্ষা-নিরীক্ষা, জ্ঞান চর্চা ও গবেষণার উৎকৃষ্ট ও মহান কাজটি সম্পাদন করার তাগিদেই প্রয়োজন হয়েছে গ্রন্থাগারের। জেনে নেওয়া যাক বিশ্ববিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জ্ঞান চর্চার অবিচ্ছেদ্য অংশ লাইব্রেরীর কেমন সুযোগ-সুবিধা আছে কচ ইউনিভার্সিটিতে।
সংগ্রশালা:
কচ ইউনিভার্সিটির লাইব্রেরি মূলত “সুনা কিরাচ লাইব্রেরী” নামে পরিচিত। লাইব্রেরীর সংগ্রহের মধ্যে রয়েছে বই, জার্নাল এবং অন্যান্য ফরম্যাট। তার পাশাপাশি রয়েছে অনলাইন জার্নাল, ই-বুকস, ডেটাবেজ, ডিজিটাল রিসোর্স, রেফারেন্স ও নির্দেশাবলী উপকরণ যা শিক্ষার্থী এবং অনুষদের শিক্ষা এবং গবেষণার প্রয়োজনীয়তা গুলিকে সমর্থন করে। লাইব্রেরীর সংগ্রহগুলি মুদ্রিত খণ্ড, ডিজিটাল রিসোর্স, মিডিয়া এবং সংরক্ষণাগার উপকরণের একটি সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় জগৎ ধারণ করে। এর মুদ্রণ সংগ্রহ ৩২২,০০০ ভলিউম, প্রায় ১৬০,০০০ ই-বুকের কাছাকাছি। লাইব্রেরিতে প্রায় ৬৪,০০০ সাময়িক সিরিয়াল টাইটেল রয়েছে যা অনলাইনে ব্যবহারযোগ্য। এছাড়া লাইব্রেরীর ডিজিটাল সংগ্রহটি দ্রুত গতিতে বাড়ছে।
দুর্লভ বই ও পাণ্ডুলিপি সংগ্রহ সমূহ:
সুনা কিরাচ লাইব্রেরিতে অটোমান এবং ইউরোপীয় ইতিহাস, সাহিত্য ও ধর্ম সম্বলিত প্রায় ২০০০ টি বিরল উপকরণ রয়েছে। দুর্লভ বইয়ের সংগ্রহগুলিতে আধুনিক তুর্কি ছাড়াও অটোমান, তুর্কি, ইংরেজি, ফরাসী, লাতিন, আরবী এবং ফার্সি মূল ভাষায় রচিত অনেকগুলি ম্যাটেরিয়াল রয়েছে। সাধারণ বিষয় সীমা ১৯ ও ২০ শতকের তুর্কি সাহিত্য, ইস্তাম্বুল (বিদেশ থেকে ভ্রমণকারীদের দ্বারা লিখিত), রোমান, বাইজেন্টাইন, অটোম্যান সাম্রাজ্য এবং তাদের বৈদেশিক বিষয়াবলি, তুর্কি বিপ্লব এবং মোস্তফা কামাল আতার্তুক। এই বিষয়গুলি নিয়ে যারা গবেষণার কাজ করেন তাদের জন্য এই শিরোনামগুলি অত্যন্ত মূল্যবান। সমস্ত দুর্লভ উপকরণ Nesteren- Fuat Bayramoğlu রুমে রাখা হয়েছে, যা প্রথম তলায় অবস্থিত। এই বইগুলি অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে ব্যবহার করা যায়। অ্যাপয়েন্টমেন্টের জন্য askalibrarian@ku.edu.tr এই ইমেইল এড্রেসে মেইল করতে হয়।
কচ ইউনিভার্সিটির গবেষণামূলক প্রবন্ধ:
এখানে ক্লিক করে কচ ইউনিভার্সিটির গবেষণাপত্র সমূহ অনলাইনে অ্যাক্সেস করতে পারবেন। গবেষণা সম্পর্কিত সম্পূর্ণ পাঠ্যগুলির এক্সেস ক্যাম্পাসের ভিতরে পাবেন। এছাড়া তাদের ক্যাটালগে সার্চ করলে তাদের সংগ্রহে মুদ্রিত গবেষণাপত্রগুলি পাবেন এবং লাইব্রেরীর শেলফে ক্রমিক অনুসারে অনুসন্ধান করেও সেগুলি খুঁজে পেতে পারেন। গবেষণাপত্র গুলো ১ম তলার ১১৬ নং রুমে রয়েছে।
আপনি “ProQuest Dissertations & Theses Global” ডেটাবেজটিতে অনুসন্ধান করে আন্তর্জাতিক একাডেমিক কমিউনিটির থিসিসগুলি অ্যাক্সেস করতে পারেন। এই ডাটাবেজে ১ মিলিয়নের বেশি ফুল টেক্সট থিসিস এবং ফাইনাল পেপার পিডিএফ ফরম্যাটে ডাউনলোডেবল অবস্থায় রাখা আছে। “ProQuest Dissertations & Theses Global” ডেটাবেজটিতে অনুপ্রবেশের অনুমতি কেবল বিশ্ববিদ্যালয় অনুষদ, শিক্ষার্থী এবং কর্মীদের মধ্যে সীমাবদ্ধ। কচ ইউনিভার্সিটির সদস্যরা ডেটাবেজ সম্পর্কিত ‘অফ-ক্যাম্পাস অ্যাক্সেস’ তথ্য পেতে এই পেজে অনুসন্ধান করতে পারেন। তা বাদেও, নিজস্ব থিসিস লেখার সময় আপনি রেফারেন্স লাইব্রেরিয়ানদের কাছে সাহায্য চাইতে পারেন। এর জন্য askalibrarian@ku.edu.tr ঠিকানায় একটি মেসেজ প্রেরণ করাই যথেষ্ট।
কচ ইউনিভার্সিটির ই-লাইব্রেরী ওয়েবসাইট হলো library.ku.edu.tr. একাডেমিক বই থেকে শুরু করে থিসিস, ই-বুক, জার্নাল, ডেটাবেজ, রেফারেন্স ও বিষয়ভিত্তিক তালিকা, সুনা কিরাচ লাইব্রেরীর সমগ্র সংগ্রহ, বিভাজন, সুযোগ-সুবিধা, নিয়মাবলি সহ আরও বিভিন্ন রকম তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।
টিউশন ফি:
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষাবর্ষের (সেপ্টেম্বর ২০২০ ইনটেক) টিউশন ফি ২০২০ সালের মধ্যে ঘোষণা করা হবে। এই ফি গুলো ১টি শিক্ষাবর্ষ ও একবার নিবন্ধনকরণের জন্য প্রযোজ্য। তাছাড়াও এই ফি পাঠাগার, কম্পিউটার ল্যাবরেটরি এবং ইনফার্মারি পরিষেবাগুলির সম্পূর্ণ ব্যবহারের অনুমতি দেয়। বলে রাখা ভালো, কচ ইউনিভার্সিটি অন্যান্য ক্যাম্পাসের মত ডর্মেটরি সার্ভিস প্রদান করে না। বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীদের ডর্মেটরি সার্ভিসের জন্য আলাদা ফি প্রদান করতে হয়। আর এই সার্ভিসের জন্য আলাদা স্কলারশিপ রয়েছে। এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য, মূল্যবৃদ্ধির সাথে তাল মিলিয়ে প্রতিবছর টিউশন ফি বাড়তে পারে।
Tuition Fees in USD per year for Koç University College:
College of Science – $19500 USD
College of Engineering – $19500 USD
College of Administrative Sciences and Economics – $19500 USD
College of Social Sciences and Humanities – $19500 USD
College of Nursing – $19500 USD
School of Law – $19500 USD
School of Medicine – $26500 USD
English Language Preparatory Program – $19500 USD
এক্সচেঞ্জ প্রোগ্রাম:
কচ ইউনিভার্সিটি সক্রিয়ভাবে ক্যাম্পাসের বৈচিত্র্যতাকে গুরুত্ব দেয় এবং ভিন্ন ধরনের একটি ক্যাম্পাস পরিচালনা করে। যেখানে বিভিন্ন চিন্তাভাবনা, সংস্কৃতি, মূল্যবোধ এবং ব্যক্তিত্বই কেবল সহাবস্থান করে না, পাশাপাশি ব্যক্তি ও সমষ্টিগত সম্প্রসারণে পারস্পরিকভাবে অবদান রাখে।
যে শিক্ষার্থীরা আন্তর্জাতিক ছাত্র হিসেবে আবেদন করতে চায় তাদের অবশ্যই তুরস্ক ছাড়া অন্য কোনও দেশের জাতীয়তা থাকতে হবে (রাষ্ট্রবিহীন নাগরিক এবং শরণার্থীরাও আবেদন করতে পারবেন)। আবেদনকারীদের অবশ্যই তুরস্ক বা তুরস্কের উচ্চ বিদ্যালয়ের সমতুল্য একটি বিদ্যালয়ে সাফল্যের সাথে মাধ্যমিক পড়াশোনা শেষ করতে হবে, বা তাদের অবশ্যই বর্তমানে মাধ্যমিক শিক্ষার শেষ বর্ষে হতে হবে।
এই ওয়েবসাইটে প্রবেশ করে সেখানকার ওয়েব পেজগুলিতে এক্সচেঞ্জ স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, আবেদন, ভর্তি, নবীনদের জন্য নির্দেশনা সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে পারেন।
ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য স্কলারশিপ:
কচ ইউনিভার্সিটি তাদের ভর্তি হওয়া আন্তর্জাতিক এবং আন্তর্জাতিকভাবে স্থানান্তরিত প্রার্থীদের আর্থিক প্রয়োজন ও একাডেমিক মেধার ভিত্তিতে মূল্যায়ন করে সম্পূর্ণ (১০০%) বা আংশিক (৫০%, ২৫%) Tuition-Only Scholarships প্রদান করে।
স্কলারশিপের জন্য কীভাবে আবেদন করবেন?
আপনি যদি Need-based Scholarship এর জন্য বিবেচিত হতে চান তবে অনলাইন আবেদন ফর্মটিতে “Scholarships” সেকশনে সেটি উল্লেখ করুন এবং আপনার পরিবারিক সম্পদ, আয় এবং ব্যয়ের সাথে সম্পর্কিত সমস্ত তথ্য এবং সহায়ক নথি সরবরাহ করুন। Eligible Need-based Scholarship সহায়ক নথিগুলির তালিকার জন্য এখানে ক্লিক করুন।
সকল তথ্যাদি ইংরেজি কিংবা তুর্কি ভাষায় অনুদিত হতে হবে এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে তা প্রদানকৃত হতে হবে। অসম্পূর্ণ কিংবা আর্থিক ভুল তথ্য ভর্তি বাতিলের কারণ হতে পারে।
কিসের ভিত্তিতে স্কলারশিপ দেওয়া হয়?
কচ ইউনিভার্সিটিতে স্কলারশিপের জন্য গ্রেড বা জিপিএ খুবই ভালো থাকবে হবে এমন কোনো কথা নেই। একাডেমিকে ভাল ফলাফল, সহ শিক্ষা কার্যক্রমে পারদর্শিতা এবং যোগ্যতার ভিত্তিতে বৃত্তি প্রদান করা হয়। কোনো নির্দিষ্ট জিপিএ কিংবা ফলাফল নেই যা বৃত্তির নিশ্চয়তা দিতে পারে। বৃত্তির আবেদন পুনর্বিবেচনার সুযোগ নেই। এখানে কর্তৃপক্ষের সিদ্বান্তই চূড়ান্ত বলে বিবেচ্য। একাডেমিকে এভারেজ গ্রেডের পাশাপাশি কো-কারিকুলার অ্যাকটিভিটিস, স্পোর্টস, লিডারশীপ সহ বিভিন্ন ক্ষেত্রে পারদর্শীতা স্কলারশিপ পেতে অনেক সাহায্য করে।
আপনার যদি তুরস্কের নাগরিকত্ব থাকে তাহলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাকে থাকা-খাওয়ার সুবিধা দিবে না। তুরস্ক ব্যাতিত যেকোনো দেশের নাগরিকত্ব থাকলে থাকা-খাওয়া অর্থাৎ ডর্মেটরি সুবিধা প্রদান করা হবে। এ থেকে একটা পরিস্কার ধারণা পাওয়া যায় যে, কচ ইউনিভার্সিটিতে পড়াশোনার আর ডর্মেটরি স্কলারশিপ আলাদা।
এই লেখার মাধ্যমে কচ ইউনিভার্সিটি সম্পর্কে আবেদনের পূর্বে একজন ছাত্রের যা যা জানা দরকার আশাকরি সে বিষয়ে বিস্তারিত ধারণা পেয়েছেন। একটি মাত্র আর্টিকেলে যেহেতু সব বিষয় কভার করা সম্ভব নয় তাই অনেক রকম বিষয় ও তথ্য লেখা থেকে বাদ গিয়ে থাকতে পারে। সেগুলোর অধিকাংশই লেখার বিভিন্ন অংশে দেওয়া বিভিন্ন ওয়েবসাইট ও লিংক থেকে আশাকরি পেয়ে যাবেন। এছাড়াও কারও কোনো জিজ্ঞাসাবাদ থাকলে সেটি একটু নিজ দায়িত্বে ঘাটাঘাটি করে জেনে নিলেই বেশি কার্যকর হবে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত। তাই, সেটা সম্পর্কে তথ্য জানার পাশাপাশি নিজেকেও সব বিষয়ে অবহিত থাকতে হবে। তুরষ্কে নিজ খরচে বা স্কলারশিপে উন্নত মানের উচ্চশিক্ষা পেতে এই বিশ্ববিদ্যালয়ে নিঃসন্দেহে আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলো লেখায় তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি, এটি আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়টি সম্পর্কে প্রকৃত ধারণা দিবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।
(পাঠকদের জ্ঞাতার্থে: লেখা এখনো সম্পাদনা প্রক্রিয়ার মধ্যে আছে। যেকোনো ধরণের ভুল থাকাটা স্বাভাবিক। সংবেদনশীল পাঠকদের নিজ দায়িত্ব বুঝে নেয়ার একান্ত অনুরোধ রইল)