বুরসা: সৌন্দর্যের এক অপার লীলা ভুমি

Bursa post cover

বুরসা তুরস্কের অন্যতম বানিজ্যিক ও ঐতিহাসিক শহর। প্রাচীন সেলজুক ও উসমানীয় খেলাফতের অসংখ্য নিদর্শন নিয়ে দাড়িয়ে আছে মাথা উচু করে। বুরসা তুরস্ক অবস্থিত ৪র্থ বৃহত্তম জনবহুল শহর ২০১৯ হিসাবে, এর জনসংখ্যা ৩০,৫৬,১২০ আবাসযোগ্য শহরগুলির মধ্যে বিশ্বে অন্যতম। এ শহরের মোট আয়তন ১০৮৮২ কিলোমিটার (৪,২০১ মাইল) এটি মারমারা অঞ্চলের দক্ষিণ মারমারা অংশে অবস্থিত  এর পুরাতন নাম হ্যাডাভেন্ডিগগার।

বুরসা

অর্থনৈতিকভাবে, বুরসার প্রাকৃতিক এবং ঐতিহাসিক ঐশ্বর্য শহরগুলোর মধ্যে সবচেয়ে উন্নত এক গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। বেশিরভাগ অটোমান সাম্রাজ্য বুরসার মধ্যে অবস্থিত ‘Period ঐতিহাসিক রচনার অস্তিত্ব প্রতিষ্ঠার কারণ, অটোম্যান সাম্রাজ্যের রাজধানীর প্রথমটি ছিল অন্টারিও ।

বুরসা অঞ্চলটি শপিংমল, পার্ক, যাদুঘর এবং বাজার নিয়ে দাঁড়িয়ে আছে। এছাড়াও, ইস্তাম্বলের পরে মার্সারা অঞ্চলে দ্বিতীয় বৃহত্তম শহর বুরসা । তুরস্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিল্প নগরী কয়েকটির অন্যতম “বুরসা”। শহরটি ইস্তাম্বুলের পরে দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক নগরী,একে বন্দর নগরীও হিসেবে আখ্যায়িত করা হয়।

পরিবহন ব্যবস্থাঃ

অভ্যন্তরীণ পরিবহন ব্যবস্থার মধ্যে বাস,মিনিবাস,মেট্রো অন্যতম,এছাড়াও বাইসাইকেল ট্যাক্সি ব্যবহার কোন অংশে কম নয়,অন্যান্য শহরগুলোর মতো বুরসাতেও শহরের অভ্যন্তরীণ চলাচলে পাঞ্চ সিস্টেম চালু রয়েছে।

এতে অনেক অল্প সময়ের মধ্যে ও কম খরচে যাতায়াত করা যায়,এছাড়াও ছাত্র ছাত্রীদের জন্য বিশেষ সুযোগ সুবিধাও রয়েছে,প্রতিবার ভ্রমনে বাসে ১.৮৫ ও মেট্রোতে ১.৩৫ দিতে হয়,যেখানে অন্যান্য যাত্রীদের দিতে হয় প্রায় ৪ লিরা,এছাড়াও ৯০ লিরায় ১৬০ পান্স/ভ্রমন করা যাবে আরও একটি ভাল দিক হল যেকোন পাব্লিক টয়লেট ব্যবহার করা যাবে এই ১৬০ পান্স থেকে এটা মাসিক প্যাকেজ, ছাত্র ছাত্রীদের জন্য। কিছু প্রত্যন্ত এলাকা আছে যেগুলোতে ঘন্টা প্রতি বাসের শিডিউল, তারা সাইকেল,মটর সাইকেল ও নিজস্ব গাড়ি ব্যবহার করে থাকেন,

এছাড়াও শহরের বাহিরে যাতায়াত এর জন্য বাস,ট্রেন,বিমান,জাহাজ সব কিছুই আছে বুরসাতে। পাহাড়ি অঞ্চল হওয়ার কারনে ট্রেনে করে সব শহর থেকে যাতায়াত করা যায় না,যাতায়াত এর জন্য বাস বেশি ব্যাবহার হয়ে থাকে,তবে চিন্তা করার কোন কারন নেই যে,বাসের ভিতরে পরিবেশ কেমন হবে…? একদম প্রথমশ্রেণীর পরিবেশ, যারা বিমানে ভ্রমন করেছেন, তাদের জানা থাকবে। আর ভাড়া বিষয়ে বলতে সর্বোচ্চ ১৫০-২০০ লিরা, আসলে এটা নির্ভর  কোন শহর থেকে আসবেন। আগে থেকে প্লান করা থাকলে বা বুকিং দিয়ে রাখলে খরচ কমে যাবে ৩০%এর বেশি।পাশের শহর ইস্তানবুলে ৪৫ থেকে ৫০ লিরায় জাহাজে করেও যাতায়াত করা যায়,এতে সময় ও খরচ উভয় সাশ্রয়ী সাথে উপভোগ করা যায় সমুদ্রের অকল্পনীয় সৌন্দর্য।

শিক্ষা ব্যবস্থাঃ

শিক্ষা ব্যবস্থার কথা বলতে গেলে প্রথমেই একটা কল্পনা চলে আসে যে,বড় বড় প্রফেসর দের সাথে উন্নত মানের গবেষনাগার,উন্নত মানের পাঠদান পদ্ধতি ,পরিষ্কার পরিচ্ছন্ন ক্লাস রুম,ডিজিটাল ক্লাস পদ্ধতি,অনেক বড় বড় লাইব্রেরী, কম্পিউটার ক্লাব,কালচারাল ক্লাব,ডিভেটিং ইত্যাদি,ব্যবস্থা রয়েছে।এখানে সরকারী বিশ্ব বিদ্যালয় গুলোর মধ্যে রয়েছে

বুরসা উলুদা বিশ্ববিদ্যালয়

1 বুরসা উলুদা বিশ্ববিদ্যালয়(১৯৭৫)uludag.edu.tr (EUA) সদস্য।

2 বুরসা টেকনিকাল কলেজ(২০১০)btu.edu.tr ও

3 ফারুক সর  ভোকেশনাল স্কুল অফ ডিজাইন(২০১০)faruksarac.edu.tr

বেসরকারি একটি মিলিয়ে মোট ৩টি বিশ্ববিদ্যালয় রয়েছে,শিক্ষার মান ইউরোপ এর অন্যান্য বিশ্ববিদ্যালয় এর মানের সমমান।এছাড়াও ইমাম হাতিফ হাই স্কুল ও বিভিন্ন পরিসরে অনেক প্রাইভেট স্কুল এন্ড কলেজও রয়েছে।

স্বাস্থ্য ব্যবস্থাঃ

শহরের অভ্যন্তরীণ পরিবেশ ও সাস্থ সেবার কথা বলতে গেলে, আবাসযোগ্য শহরগুলির মধ্যে বিশ্বে অন্যতম।বড় বড় হাস্পাতাল ও উন্নত চিকিৎসা সেবা দিয়ে তুরষ্ক অন্যান্য অনেক দেশের চেয়ে এগিয়ে,

তুরস্কের অন্যান্য শহরের মতো এ শহরেও রোগীদের চিকিৎসা ব্যবস্হায় হেলথ ইন্সুইরেন্স পদ্ধতি চালু রয়েছে। প্রতিবছর প্রায় ১২০০ লিরা জমা করে মেডিকেল ইন্সুইরেন্স করাতে হবে। সেক্ষেত্রে সরকারি হসপিটালগুলোতে আর কোনো খরচ করতে হবে না।

বুরসা সিটি হাসপাতাল

এই পদ্ধতি করা থাকলে ঔষধ ক্রয়ের সময় ৪০% খরচ ইন্সুরেন্স কর্তৃক বহন করা হয়। সাধারণত শহরে বসবাসরত প্রত্যেক ব্যক্তির হেলথ ইন্সুরেন্স করা থাকে, হাস্পাতাল গুলির মধ্যে –  বুরসা সিটি হাস্পাতাল , বুরসা সরকারী হাস্পাতাল, উলুদা ইউনিভার্সিটির মেডিকেল সহ সরকারি- বেসরকারি আরো অনেকগুলো হাস্পাতাল রয়েছে।সরকারি হাস্পাতাল এর তূলনায় বেসরকারি হাস্পাতাল এর খরচ অনেক বেশি। জরুরী সেবায় সার্বক্ষণিক রয়েছে এম্বুল্যান্সের সুবিধা৷ ১১২ তে কল দিতে দেরি কিন্ত আসতে দেরী হয় না।যার মাধ্যমে ২৪/৭ সাস্থ সেবা অনেক সহজলভ্য। বুরসা সাস্থ ও চিকিৎসা সেবা অনেক উন্নত ও বন্ধুত্বসুলভ  বা ফ্রেন্ডলি।

আমি বুরসা সিটি হাস্পাতাল থেকে যে সেবা  পেয়েছিলাম,আরও অবাক হয়েছিলাম যে,তাদের প্রত্যেকটি বিষয়ে বন্ধুত্বপূর্ণ আচরন,খুবই সহজ এবং ভাল লেগেছে। ও আমি কোন মেডিসিন বা অপারেশন ছাড়াই সুস্থ হয়েছিলাম,আলহামদুলিল্লাহ।

তুরস্ক চার ঋতু ও শীতপ্রধান দেশ হওয়ায় সব অঞ্চলেই মোটামুটি তুষারপাত হয়, তবে বুরসা অন্যতম একটি শহর যেখানে চারটি ঋতুই কমবেশি উপভোগ করা যায় । তবে শীত পাবেন বছরে তিন মাস মাঝামাঝি কয়েকদিন তূষারপাত হতে পারে।তবে এখানকার আবহাওয়া অক্টোপাসের মত, যখন তখন রঙ পালটিয়ে ফেলবে, তাই সবসময় একটি হালকা পাতলা জ্যাকেট সাথে রাখতে হবে।বসবাস করার জন্য হরেক রকমের বাসা পাওয়া যায়,ছোট, বড়,ফার্নিচারসহ বা ফার্নিচারছাড়া,৩ তারা,৫তারা হোটেল ইত্যাদি। বাসা ভাড়া বাড়িওয়ালার কাছ থেকেও নেওয়া যায় আবার ৩য় পক্ষ এর বিভিন্ন ওয়েবসাইট থেকেও পাওয়া যায়।স্থান ও সময় সাপেক্ষে বাসা ভাড়া বিভিন্ন রকম হয়ে থাকে,যেমন, বিশ্ববিদ্যালয়ের কাছের বাসাগুলোর ভাড়া তুলনামূলক বেশী , এবং দূরবর্তী এলাকার বাসা ভাড়া একটু কম, তবে,কমপক্ষে১০০০ লিরা থেকে শুরু হয় এরপর যত ভাল,বড় তত বেশি ভাড়া। খাওয়া দাওয়ার হিসেব আসে রুচির উপর নির্ভর করে।এরপরেও পরিবারের ২জন মানুষের জন্য কমপক্ষে ৬০০লিরা ধরা যেতে পারে,অন্যান্য খরচ মিলিয়ে ২৫০০-২৬০০লিরা হলে মোটামুটি ভালভাবে বাসবাস করা যাবে।বুরসাতে অন্যান্য শহরের চেয়ে জীবনমান অনেকটা উন্নত তাই খরচ তুলনামূলক একটু বেশি।

পর্যটন শিল্পঃ

পর্যটক বা ভ্রমন পিপাসুদের জন্য বুরসা এক অপার দৃষ্টান্ত এখানে একদম উচু আঞ্চলে উঠে গেলে উলুদা পর্বত মালা ভূপৃষ্ঠ থেকে যার উচ্চতা প্রায় ২৫৪৩ মিটার(৮৩৪৩ ফুট)

সেখানে গেলে যেমন মেঘে হাতছানি দেওয়া যায় তেমনি একদম নিচু অঞ্চলে নেমে আসলে উপভোগ করা কৃষ্ণ সাগরের গর্জন ও অপার সৌন্দর্য। ইউনেস্কো কর্তৃক স্বিকৃতিপ্রাপ্ত স্থাপনা রয়েছে অনেক,প্রাচীন ও ঐতিহাসিক মসজিদ স্থাপনার মধ্যে, উলু জামি,ইয়াসিল জামি,আমির সুলতান জামি অন্যতম।

উলু জামি

আরও র‍য়েছে উলুদা পাহার,জুমালিকিজিক,তিরিলিয়ে,মুদানিয়া,ইজনিক,গোলিয়াজি,ইনেগোল।

https://blog.obilet.com/bursada-gezilecek-yerler/ এই লিংক  পর্যটক বা ভ্রমন পিপাশুদের সাহায্যার্থে অরজিনাল বা তার্কিশ ভাষায় দেওয়া হল,যেন আগে থেকেই গুগলে অথবা ইউটিউবে সার্চ করে রিভিউ দেখে নিতে পারে।

সবমিলিয়ে বলতে গেলে  এ যেন সৌন্দর্যের এক অপার লীলা ভুমি।

(পাঠকদের জ্ঞাতার্থে: লেখা এখনো সম্পাদনা প্রক্রিয়ার মধ্যে আছে। যেকোনো ধরণের ভুল থাকাটা স্বাভাবিক। সংবেদনশীল পাঠকদের নিজ দায়িত্ব বুঝে নেয়ার একান্ত অনুরোধ রইল)

Related Posts

Leave a comment